Description
‘মানহাজ’ অর্থ পন্থা ও পদ্ধতি। দীন পালনের পন্থা ও পদ্ধতি। মানহাজ মানুষকে শিক্ষা দেয় কোন পদ্ধতিতে আকীদা শিখতে হবে ও আকীদা লালন করতে হবে? কোন পদ্ধতিতে ইবাদত ও মুআমালাত করতে হবে? কোন পদ্ধতিতে মানুষ সমালোচনা-পর্যালোচনা করতে হবে এবং কাউকে তাকফীর, তাবদী ও তাফসীক করতে হবে? মোটকথা, আমরা আমাদের যাপিত জীবনে কীভাবে দীন পালন করবো, তার সঠিক দিকনির্দেশনা প্রদান করা মানহাজের কাজ।
কাজেই বিশুদ্ধ ও সঠিক মানহাজের ব্যাপারে কারো জ্ঞানের কমতি বা ত্রুটি থাকলে তার পক্ষে সঠিকভাবে দীন পালন করা সম্ভব নয়। দীন পালন করতে গিয়ে হয় দীনের নামে বাড়াবাড়ি করবে অথবা ছাড়াছাড়ি করবে। অনুরূপভাবে কারো যদি বিশুদ্ধ মানহাজের জ্ঞান না থাকে কিংবা ভুল মানহাজের জ্ঞান থাকে, তাহলে সেও দীন পালন করতে গিয়ে হয় দীনের নামে বাড়াবাড়ি করবে অথবা ছাড়াছাড়ি করবে। কাজেই দীনের নামে বাড়াবাড়ি করা বা ছাড়াছাড়ি ও শিথিলতা করার মূল কারণ মানহাজ বিষয়ক জ্ঞান না-থাকা অথবা ভুলভাবে মানহাজ চর্চা করা। তাছাড়া মুসলিমসমাজে বিচ্ছিন্নতা ও বিভক্তি, পরস্পরের নগ্ন সমালোচনা এবং অন্যায়ভাবে তাকফীর, তাবদী ও তাফসীকের মূল কারণ হলো ভুল মানহাজ চর্চা করা।
মানহাজুস সালাফ সংকলন ও অনুবাদের ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি
- ‘মানহাজুস সালাফ’ গ্রন্থটির অধিকাংশ আলোচনা শাইখ ড.শাদী ইবন মুহাম্মাদ ইবন সালিম আলে-নুমান সংকলিত ‘জামিউ তুরাসিল আল্লামা আলবানী ফিল মানহাজ’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।
- ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনা কোনোরকম পরিবর্তন ও পরিবর্ধন করা ছাড়াই অনুবাদ করা হয়েছে। তবে দুএক জায়গায় পাঠকদের সুবিধার্থে হুবহু অনুবাদ না করে সংক্ষিপ্ত অথবা বৃদ্ধি করা হয়েছে। যেসব জায়গায় সংক্ষিপ্ত বা বৃদ্ধি করা হয়েছে, সেসব জায়গা টীকায় ‘পরিমার্জিত’ লিখে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
- টীকায় আয়াত ও হাদীসের যে উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে, তা আমার নিজের পক্ষ থেকে। টীকায় সকল হাদীসের হুকুম লাগানো হয়নি। কারণ, তিনি গ্রহণযোগ্য হাদীস ছাড়া দলীল গ্রহণ করতেন না। তবে দুএক জায়গায় প্রদত্ত মতামতকে শক্তিশালী করার জন্য তিনি দুর্বল হাদীস এনেছেন। সে-দুএকটি হাদীসের দুর্বলতা টীকায় উল্লেখ করা হয়েছে।
- ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনার পূর্বে ও পরে আমার পক্ষ থেকে যে-টীকা ও আলোচনা সংযোজন করা হয়েছে, তার শুরুতে মোটাদাগে ‘আমি বলবো’ উল্লেখ করে সেসব টীকা চিহ্নিত করা হয়েছে। পাঠকদের বিষয়টি খেয়াল রাখার পরামর্শ রইলো।
শরিফ –
very very nice
Rubel Khan (verified owner) –
Kausar ahammed (verified owner) –
সামিয়া আস-সালাফিয়া (verified owner) –
Arafat M. Rahman (verified owner) –
আলহামদুলিল্লাহ। মাত্রই হাতে পেলাম চমৎকার এই কিতাবটি। এবার পড়ার পালা। জাজাকুমুল্লাহু খায়ের।
Kamrul Hasan (verified owner) –
আলহাদুলিল্লাহ বইটি হাতে পেয়েছি। লেখক ও বিলিভার্স ভিশন কে আল্লাহ এর উত্তম প্রতিদান দান করুক আমীন।
Azizul Islam (verified owner) –
আলহামদুলিল্লাহ বইটি হাতে পেয়েছি….
মাশাআল্লাহ বইটি দেখতে চমৎকার….
তাওহীদুর রহমান (verified owner) –