Availability: In Stock

ফাতাওয়ায়ে আলবানী

429

ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর হাদীসশাস্ত্রের বাইরেও অন্যান্য ইলমী ঝরনা থেকে বাংলাভাষী মুসলিমরা যেন উপকৃত হতে পারে, সে-লক্ষ্যের প্রথম পদক্ষেপ হিসেবে ফিকহ কেন্দ্রিক ‘ফাতাওয়ায়ে আলবানী’ সংকলন।

ফাতাওয়ায়ে আলবানী – PDF পড়ুন
Hurry up! Sale ends in:
Days
Hrs
Mins
Secs

Description

জিজ্ঞেসা ও ফাতাওয়া প্রদান পদ্ধতি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে শুরু হয়। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে আজ অবধি পনেরো-শো বছর ধরে প্রতিটি যুগের ইমাম ও আলিমগণ এ দায়িত্ব পালন করে আসছেন। মুসলিমরা যখনই দ্বীনী বা দুনিয়াবী কোনো সমস্যা ও ঘটনার সম্মখীন হয়, তখনই সেই সমস্যা ও ঘটনার সমাধানের জন্য তারা আলিমদের দ্বারস্থ হয়। ইমাম ইবন হাযম রাহিমাহুল্লাহ ১৪২ পুরুষ সাহাবী ও ২০ জন মহিলা সাহাবীর কথা উল্লেখ করেছেন, যারা ফাতাওয়া প্রদান করতেন। সাহাবীদের পর অসংখ্য তাবিয়ী ফাতাওয়া প্রদান করেন। তবে তাদের মাঝে সাত জন ফাতাওয়া প্রদানের সর্বাধিক প্রসিদ্ধিতা লাভ করেন। তাদের পরবরর্তীতে ইমাম আবূ হানীফা, ইমাম মালিক, ইমাম শাফিয়ী, ইমাম আহমাদ ইবন হাম্বাল, ইমাম বুখারী, ইমাম ইবন আবী হাতিম, ইমাম নববী, শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ, ইমাম ইবন হাজার আসকালানী, ইমাম জালালুদ্দীন সুয়ূতী, ইমাম শাওকানী, ইমাম শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম মিয়া নাযীর হুসাইন দেহলভী, ইমাম শাহ ইসমাঈল রাহিমাহুমুল্লাহ-এর মতো মহৎপ্রাণগণের আগমন ঘটে।

এরই ধারাবাহিকতায় বিংশ ও একবিংশ শতকের একজন মহৎপ্রাণের নাম হচ্ছে ইমাম মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ। তাকে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। বরং ‘আলবানী’ একটি তারকা। যে তারকা সবার কাছে পরিচিত। হাদীসশাস্ত্রে গগনস্পর্শী অবদান এবং এ শাস্ত্রে নতুন করে প্রাণসঞ্চার করার কারণে তিনি কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর অবদান শুধু হাদীসশাস্ত্রে সীমাবদ্ধ ছিল না; বরং আকীদা, মানহাজ, ফিকহ ও আধুনিক নানান বিষয়ে তার অবদান ছিলো শীর্ষস্থানে। তিনি আকীদা, মানহাজ ও ফিকহ বিষয়ে বিভিন্ন সময়ে যেসব ফাতাওয়া দেন এবং জ্ঞানের সাক্ষরতা রেখে যান, তা বর্তমানে প্রায় ৪০ খণ্ডে প্রকাশিত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদীসশাস্ত্রে যে বিরাট অবদান রেখেছেন, তা থেকে বাংলাভাষী মুসলিমরা উপকৃত হলেও তার আকীদা, মানহাজ ও ফিকহী অবদান থেকে বঞ্চিত রয়েছে।

ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর হাদীসশাস্ত্রের বাইরেও অন্যান্য ইলমী ঝরনা থেকে বাংলাভাষী মুসলিমরা যেন উপকৃত হতে পারে, সে-লক্ষ্যের প্রথম পদক্ষেপ হিসেবে ফিকহ কেন্দ্রিক ‘ফাতাওয়ায়ে আলবানী’ সংকলন। ফাতাওয়ায়ে আলবানীর অনেক বিশেষত ও বৈশিষ্ট্য রয়েছে। তন্মেধ্যে অন্যতম হলো :

ক. প্রতিটি ফাতাওয়া কুরআন ও সহীহ হাদীস আলোকে প্রদত্ত।
খ. প্রায় প্রতিটি প্রদত্ত ফাতাওয়ায় বিভিন্ন ইমাম ও মাযহাবের অবস্থান উল্লেখকরণ।
গ. বিভিন্ন ইমাম ও মাযহাবের দলীল উল্লেখকরণ এবং তাদের দলীল বিশ্লেষণ।
ঘ. দলীল বিশ্লেষণ করার পর প্রাধান্যযোগ্য মত উল্লেখকরণ।
ঙ. ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেহেতু একজন বিজ্ঞ মুহাদ্দিস ছিলেন।
তাই তার ফাতাওয়ার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তিনি বিভিন্ন ইমাম ও মাযহাবের পক্ষে প্রদত্ত হাদীসগুলোর শুদ্ধতা ও অশুদ্ধতা নির্ধারণ করে থাকেন। চ. ফাতাওয়া সংশ্লিষ্ট বিভিন্ন শাস্ত্রের মূলনীতি উল্লেখকরণ।

Additional information

অনুবাদক

সম্পাদক

,

লেখক

কভার

আর্টিফিশিয়াল লেদার (হার্ড কাভার)

পৃষ্ঠা সংখ্যা

৩৮৪

সাইজ

রয়াল

16 reviews for ফাতাওয়ায়ে আলবানী

  1. Avatar

    মো: হাফিজুর রহমান

    বইটির মূল্য কত টাকা?

  2. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    অসাধারণ বই একটা। এত সুন্দর দেখতে
    হাতে না নিলে কখনোই এটা বুঝতে পারবেন না এটা কত সুন্দর একটা বই।

    – By Imran

  3. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    চমৎকার বই। মা শা আল্লাহ্।

    – By Sadnan

  4. Reviews from Rokomari

    Reviews from Rokomari

    আলহামদুলিল্লাহ বইটি খুবই উপকারী

    – By Md. Shobuz Rana

  5. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    Absolutely fantastic book Alhamdullilh
    Zazakamullah khairan

    – By Kamrul hasan

  6. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    ➤ কিছু কথা
    মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর তিনি আমাদের উপর ফরজ করেছেন তার ইবাদত করার আগে ঐ ইবাদত সংশ্লিষ্ট ইল্ম তথা জ্ঞান অর্জন করা। তাই মুসলিম হিসেবে আমাদের সকলের দ্বায়িত্ব সুউচ্চ রব আল্লাহ ﷻ এর দীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। বিশেষ করে ঐ সব বিষয়ের জ্ঞান ‌যেগুলো আমাদের ‌দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
    এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে কুরআন ও হাদীসের থেকে এবং আলিমদের মাধ্যমে , ঐসব আলিমদের থেকে যারা কুরআন ও হাদীসের ঐ বুঝ ধারণ করে যরা সালফে সলেহীনরা ধারণ করতো, কেননা আলিমরাই তো নবীদের ওয়ারিশ ।
    এমন-ই একজন আলিম, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ)। এই মহান আলিমের রয়েছে অসংখ্য কিতাব যেগুলোতে কুরআন ও হাদীসের বিপুল পরিমাণের ইল্ম রয়েছে, যার একটি ছোট্ট সংকলন হচ্ছে ❝ফাতাওয়ায়ে আলবানী❞।
    ➤ বই টির বিশেষ আকর্ষণ
    এই কিতাবটিতে মানহাজ, আক্বীদা, পবিত্রতা, হায়েজ-নিফাস, ওযু, মাসাহ, গোসল, তায়াম্মুম ,সালাত, সিয়াম, যাকাত, হজ্জ, নারীদের মাসাঈল, ব্যবসা-বানিজ্য ও লেনদেন, পোশাক ও সাজ সজ্জা, দুআ-আযকার, পানি ও ভোজন, খেলাধুলা-শরীর চর্চা ও আনন্দ ফুর্তি, চিকিৎসা, বিবাহ ও দাম্পত্য জীবন এককথায় ইসলামের আনুষ্ঠানিক বিষয়াদির নিয়ে মোট ৫০০ টি প্রশ্ন-উত্তর আছে, আলহামদুলিল্লাহ!
    বইটার লেখক একজন মুহাদ্দিস হওয়ায় ফতোয়া গুলো কুরআন ও হাদীসের ভিত্তিতেই দিয়েছেন তিনি, তাছাড়া ইমামদের মতামত উল্লেখ, দলিল বিশ্লেষণ, উসূল উল্লেখ করা সহ আনুষাঙ্গিক বিষয়াদি এই কিতাবটিকে অন্যান্য ফিকহের কিতাবের উপর স্থান করে দিয়েছে। তাই ইসলামিক ব্যাসিক জ্ঞান অর্জন করতে এই কিতাবটির গুরুত্ব অনেক অনেক বেশি।

    ➤ আমার মতামত
    আমার মতে বাংলা ভাষায় ফিকহের উপর এটি অসাধারণ একটি কিতাব। কিতাবটি পড়ার সময় কি যে ভালো লাগছিল তা হয়তোবা বলে বুঝাতে পারবো না। প্রত্যেক ফতোয়াতেই ছিলো ইল্মের বর্ষন।
    কেন এতো প্রশংসা করলাম!?– পড়েই দেখুন! নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ!

    – By kamrulhasanbinhossen

  7. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    সবার জন্য প্রয়োজনীয় কিতাব।

    – By মোঃ মাহে আলম সরকার

  8. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    📙বইটির আকর্ষণঃ
    ❝একের ভিতর সব❞কথাটায় বোঝা যায় একটার মধ্যে সব পাওয়া।মানুষ ও চাই সহজেই সবকিছু একবারে পেতে।এমনি একটি রত্ন ❝ফাতওয়ায়ে আলবানী ❞।যার একটার মধ্যেই ইসলামের প্রায় সকল মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। আকীদাহ- মানহাজ থেকে শুরু করে খেলাধুলা অর্থাৎ জীবন ঘনিষ্ঠ প্রায় সকল বিষয়ে মোট ৫০০ টি

    ফাতাওয়া রয়েছে।ইসলামের আলোকে জীবন পরিচালনার জন্য মানব জীবনে উত্থাপিত প্রায় সকল প্রশ্নের উত্তর রয়েছে বইটিতে।
    📙বইটির বৈশিষ্ট্যঃ

    ❝বাংলাভাষায় গ্রহণযোগ্য ফাতাওয়ার কিতাবাদী খুবই অপ্রতুল এবং নেই বললেই চলে।এমন এক পরিবেশ-পরিস্থিতি ও প্রেক্ষাপটে “ফাতাওয়ায়ে আলবানী ” বইটি ফাতাওয়ার ক্ষেত্রে বিরাট এক সংযোজন। ❞

    ❝তাওহীদ আকীদাহ, মানহাজ, পবিত্রতা, হায়েয-নেফাস, অজু, মাসাহ,গোসল,তায়াম্মুম,ফিতরাত,সালাত,যাকাত,সিয়াম,হজ,নারীদের মাসাইল,ব্যবসা-বানিজ্য ও লেনদেন,পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা, দুআ ও আযকার,পান ও ভোজন,খেলাধুলা – শরীরচর্চা ও আনন্দ-ফুর্তি,চিকিৎসা, বিবাহ ও দাম্পত্য, বিবিধ বিষয় ❞ বিষয় গুলো নিয়ে ৫০০ প্রশ্নের ফাতাওয়া প্রদান করা হয়েছে।

    ✍️আমার অনূভুতি কথনঃ

    আমি বইটির সূচিপত্র দেখেই পুরো ফিদা হয়ে গেছিলাম।অবাক হচ্ছিলাম এখানে যেন আমার মনের মধ্যে জাগ্রত সব প্রশ্নের উত্তর ই আছে। জীবনের প্রত্যেকটি ধাপেই ইসলামের পাদচারণ করানোর জন্য ইলম অর্জন করায় প্রয়োজনীয়তা অপরিহার্য। এত দল, মত, ফিরকা এগুলোর ঘূর্ণিপাকে কত প্রশ্ন তৈরী হয় মনে এগুলোর সমাধান পাওয়ার জন্য ইলম অর্জন করা ছাড়া বিকল্প কোন পথ নেয়। দ্বীনি ইলম অর্জন করা সর্বশ্রেষ্ঠ ও ফরয ইবাদত। এই সময়ের জন্য বইটি অত্যত্ন গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ তার জীবনঘনিষ্ঠ সমস্যা গুলোর সমাধান খুঁজে পাবে ইনশাআল্লাহ এই বইটির মাধ্যমে।

    – By habibayeasmintonni

  9. Reviews from Rokomari

    Reviews from Rokomari

    Khub valo boi

    – By SAJID SABBIR

  10. Reviews from Rokomari

    Reviews from Rokomari

    good

    – By Md Alamin

  11. Reviews from Rokomari

    Reviews from Rokomari

    The book is excellent

    – By Raiyan Kabir

  12. Reviews from Rokomari

    Reviews from Rokomari

    আলহামদুলিল্লাহ,
    খুব ভালো একটা কিতাব
    মহান আল্লাহ পাক, মূল লেখক ও যারা সংকলন ও অনুবাদ করেছেন সবাইকে উত্তম বিনিময় দান করুন।

    – By Suhel Ahmed

  13. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    বইটা wafilife থেকে নিবো, আজ অর্ডার করতে সার্চ দিতেই দেখি স্টক শেষ। প্লিজ প্লিজ প্লিজ বইটা স্টকে আনুন। আমি কিনতে চাই। প্লিজ

    – By Anonymous

  14. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    প্রায় দুই সপ্তাহ হতে চললো বইটার স্টক নেই। আর কত অপেক্ষা করবো বইটার জন্য?? ফাতাওয়া আলবানি নিঃসন্দেহে সেরা একটি বই। এমন গুরুত্বপূর্ণ বইয়ের Wafilife এ স্টক না থাকা দুঃখজনক। দ্রুত স্টকে আনার অনুরোধ করছি

    -By Mahmudul Hasan

  15. Reviews from WafiLife

    Reviews from WafiLife

    আলহামদুলিল্লাহ্ আজ হাতে পেলাম।

    – By মো: জহুরুল ইসলাম

  16. Avatar

    Kausar ahammed (verified owner)

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…