সাহাবিদের অন্তঃকলহ এবং সালাফদের অবস্থান
উম্মাতের সর্বশ্রেষ্ঠ জামাআত হলো, সাহাবিগণের জামাআত। সরাসরি নবি ﷺ-এর কাছ থেকে দীন শিক্ষা ও তাঁর সাক্ষাতের সৌভাগ্য প্রাপ্ত জামাআত। আল্লাহ তাআলা তাঁদের প্রতি সন্তুষ্ট; তাঁরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানআল্লাহ! কুরআন ও সুন্নাহ তাঁদের প্রশংসা ও মর্যাদার বর্ণনায় সমৃদ্ধ। যাঁদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ বর্ণিত হয়েছে। সেইসব মহান ব্যক্তিদের মাঝে আল্লাহ তাআলার ইচ্ছায় বিরোধ ও সংঘর্ষ হয়েছিল। যা ইসলামের ইতিহাসের এক স্পর্শকাতর জায়গা। যুগে যুগে বিদআতি, যিনদীক, ইসলামবিদ্বেষী সম্প্রদায়ের আলোচনা ও আক্রমণের জায়গা হলো সাহাবিগণের সেই বিরোধ ও অন্তঃকলহের বিষয়গুলো। যার মধ্যে অগ্রগামী হলো, শিআ-রাফিযী সম্প্রদায় আর তাদের দোসররা। যারা নিজেদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোক হিসেবে পরিচয় দেয় ঠিকই; কিন্তু সময়সুযোগ মতো সাহাবিদেরকে নিজেদের সমালোচনা ও আক্রমণের লক্ষ্যবস্তু নির্ধারণ করে।
শিআ-রাফিযীদের মতো সাহাবিদের সরাসরি গালি ও অভিশাপ না দিলেও বিভিন্নভাবে জবানদরাজি করে থাকে। তাঁদের প্রতি সুধারণার সীমা অতিক্রম করে। সাহাবিদের ব্যাপারে সঠিক আকীদা থেকে তারা বিচ্যুত। অথচ তারাই সমাজে ইসলাম প্রতিষ্ঠার(!) নামে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত।
সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা একটি পবিত্র ও সম্মানিত জামাআতের নাম। তাঁরা রাসূলুল্লাহ ﷺ-এর ও তাঁর উম্মাতের মাঝে সেতুবন্ধন। তাঁদের মধ্যস্থতায়ই আমরা কুরআন ও সুন্নাহ পেয়েছি। তাদের মধ্যস্থতা ছাড়া আমাদের কাছে কুরআন ও তার ব্যাখ্যা হাদীস বা সুন্নাহ পৌঁছার কথা কল্পনাই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তাঁদেরকে ‘খাইরুল উম্মাহ তথা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম’ ও ‘উম্মাতু ওয়াসাত তথা মধ্যমপন্থি দল’ এর মতো মহান উপাধি দিয়ে সম্মানিত করেছেন। আর রাসূলুল্লাহ ﷺ-ও তাঁদের কাঁধে এই গুরুদায়িত্ব দিয়েছেন, ” بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَة” একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে তা পৌঁছিয়ে দাও।◉ সাহাবিদের অন্তঃকলহ এবং সালাফদের অবস্থান
━ মূল উর্দু: শাইখ ইরশাদুল হক আসারি
━ অনুবাদক: ওমর ফারুক রায়হান
━ সম্পাদনা: আব্দুল্লাহ মাহমূদ
━ পৃষ্ঠা সংখ্যা: ১৬৪
━ মুদ্রিত মূল্য: ২৪৬ টাকা
প্রি-অর্ডার
চলছে…
প্রি-অর্ডার চলাকালীন সময়ে পাচ্ছেন ৪০% ডিসকাউন্ট।
DAYS HOURS MINUTES SECONDS
যে কোনো তথ্য বা প্রয়োজনে যোগাযোগ করুন: +880 1322352104
এখুনি প্রি-অর্ডার করুন