মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল

‘মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল’ এটি কুরআন-সুন্নাহর আলোকে মাযহাবনিরপেক্ষ ও মৌলিক একটি কিতাব। বাংলাভাষায় মুসলিম নারীদের জন্য উপযোগী ও পূর্ণাঙ্গ এমন একটি কিতাবের চাহিদা দীর্ঘদিনের। বইটিতে ঈমান ও ইসলামের মৌলিক বিষয় থেকে শুরু করে নারীজীবনের সকল ব্যক্তিগত ও সামাজিক বিধানসমূহ সহজ-সাবলীলভাবে পেশ করা হয়েছে। একটি কমপ্লিট প্যাকেজ। আলহামদুলিল্লাহ!

পুরুষদের ওপর যেমন শরীআতের বিধান অর্পিত, ঠিক তেমনভাবে নারীদেরও ওপর শরীআতের বিধান অর্পিত। তাই শরীআত কর্তৃক নারীদের ওপর যেসব দায়িত্ব ও ইবাদত নির্ধারিত, সেসব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা তাদের ওপর আবশ্যক। যেমন, পবিত্রতা অর্জন করা, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, সম্পদ থাকলে যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ্জ সম্পাদন করা ইত্যাদি। এসব বিষয়ে জ্ঞানার্জন করা তাদের ওপর ওয়াজিব। এসব বিষয়ে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই। দীনী জ্ঞানার্জন প্রতিটি মুসলিম নর-নারীর ওপর ফরয। ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন, ‘মহিলারা পুরুষের মতোই শরীআতের দায়িত্বপ্রাপ্তা। তাই তাদের ওপর যেসব বিষয় ওয়াজিব ও ফরয, সেসব বিষয়ে জ্ঞান অর্জন করা তাদের জন্য ওয়াজিব; যাতে তারা তাদের ওপর অর্পিত বিধানসমূহ যথাযথ ও সুষ্ঠুভাবে পালন করতে পারে।

Open Book

Open Book
এটি অত্যন্ত চমৎকার ও পর্যাপ্ত বিষয়বস্তু সম্পন্ন একটি গ্রন্থ। মুসলিম নারীদের জন্য প্রয়োজনীয় আলোচনাসমূহ আমি এখানে একত্রিত করেছি, যেমন—ইলম, আকীদা, ফিকহ, হুকুম-আহকাম, আদব ইত্যাদি। যাতে তারা সঠিক উপায়ে দীন পালন করতে পারে এবং শারীআহ ও সুন্নাহসম্মত পদ্ধতিতে ইবাদত সম্পাদন করতে সমর্থ হয়।
এ গ্রন্থ প্রণয়নের কারণ: আমি ইমাম ইবনুল জাওযী রচিত ‘আহকামুন নিসা’ গ্রন্থটির তাহকীকের কাজ করছিলাম। দেখলাম, গ্রন্থটির অধ্যায়গুলোর বিন্যাস অত্যন্ত সুন্দর। বিষয়বস্তুও চমকপ্রদ। তবে আধুনিক যুগের মহিলাদের জন্য এটা অধ্যয়ন করা এবং বোঝা দুঃসাধ্য। কারণ, তাতে অধিকাংশ ক্ষেত্রে ফুরুয়ী তথা শাখাগত ও ফিকহী মাসআলায় মতানৈক্য ও মতবিরোধ নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যেসব আকীদা রাখা মহিলাদের ওপর আবশ্যক, তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়নি। তদুপরি তাতে দুর্বল ও ত্রুটিপূর্ণ হাদীসের ছড়াছড়ি।

মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল

● মূল:
আল্লামা মুহাদ্দিস আমর আবদুল মুনঈম সালিম
● অনুবাদকবৃন্দ:
আব্দুল্লাহ মাহমুদ, হাফিয ইকবাল হোসেন, ফয়সাল সাকিজ,
মুহাম্মাদ আল-আমিন, মুহাম্মাদ আবদুল আওয়াল,
মুহাম্মাদ ওমর ফারুক, মুহাম্মাদ সাব্বির হুসাইন,
মুহাম্মাদ তারিফুর রহমান
● অনুবাদ-সম্পাদনা:
উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ
● কভার:  হার্ডকভার ● সাইজ: ৫.৫ x ৮.৫ ইঞ্চি।
● পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪ পৃষ্ঠা ● মূল্য: ৫৪৩ টাকা।
প্রকাশনায়: বিলিভার্স ভিশন পাবলিকেশন্স।


প্রি-অর্ডার করুন

প্রি-অর্ডার
চলছে…

প্রি-অর্ডার চলাকালীন সময়ে পাচ্ছেন ৪০% ডিসকাউন্ট।

DAYS HOURS MINUTES SECONDS
প্রি-অর্ডারের সময় শেষ।
যে কোনো তথ্য বা প্রয়োজনে যোগাযোগ করুন: +880 1322352104

এখুনি প্রি-অর্ডার করুন