শাইখ ড. মুহাম্মাদ বাযমূল

শাইখ ড. মুহাম্মাদ বাযমূল

শাইখ ডক্টর মুহাম্মাদ ইবন উমার ইবন সালিম আল-বাযমূল হাফিযাহুল্লাহর জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে।
তিনি ১৪১৪ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ‘উলূমুল কুরআন’ ও ‘উলূমুল হাদীস‘ এর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ে কুরআন-সুন্নাহ বিভাগে, দাওয়াহ ও উসূল-উদ-দীন বিষয়ে দারস দিচ্ছেন।
তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড হেরিটেজ রিভাইভাল সেন্টারের ডিরেক্টর হিসেবেও কাজ করছেন।
তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপকদের মাঝে অন্যতম। শাইখ ‘উলূমুল কুরআন’-এর ওপর গভীর জ্ঞানের জন্য অত্যন্ত সুপরিচিত।
তার লিখন এবং দারস স্পষ্ট এটাই প্রমাণ করে। এছাড়াও তিনি উলূমুল হাদীস, তাফসীর, ফিকহ, উসূলুল ফিকহ বিষয়েও গভীর জ্ঞান রাখেন।

শাইখ ড. মুহাম্মাদ বাযমূল - এর অন্যান্য বইসমূহ