Availability: In Stock

সহজ ব্যবহারিক নাহু (১ম খণ্ড)

Original price was: 285৳.Current price is: 200৳.

ব্যাকরণে ছাত্রদের দুর্বলতা দূর করার জন্যই এই কিতাব। সাধারণত নাহুর কায়দাগুলো জোর দিয়ে মুখস্থ করানো হয়; কিন্তু তা প্রয়োগ করা হয় না। আসলে কায়দা মুখস্থ করার উপকারিতা তখনই পাওয়া যায় যখন তা প্রয়োগ করা হয়। এছাড়া তেমন কোন লাভ হয় না। আর কায়দা প্রয়োগ করার প্রতি ছাত্র-উস্তায উভয়ের বেশ উদাসীনতা রয়েছে। এর অন্যতম কারণ হলো, আমাদের মাদরাসাগুলোতে যে সমস্ত কিতাব পড়ানো হয় তাতে কায়দা প্রয়োগ করার কোন অনুশীলনী নেই। এজন্য এমন একটি কিতাব সংকলন করা সময়ের দাবি, যে কিতাবে কায়দাগুলোর প্রায়োগিক ও ব্যবহারিক রূপ সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং পর্যাপ্ত তামরীন থাকবে, যেখানে ছাত্ররা কায়দাগুলো প্রয়োগ করতে পারবে। আমার জানা মতে, বাংলা ভাষায় এ ধরণের দুটি কিতাব রয়েছে। তা হলো, ‘সহজে নাহু শিখি’ এবং ‘এসো নাহু শিখি’।

সহজ ব্যবহারিক নাহু (১ম খণ্ড) – PDF পড়ুন

Description

এ কিতাব দুটি বেশ উপকারী। প্রথম কিতাবটি প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্য এবং দ্বিতীয় কিতাবটি দ্বিতীয় পর্যায়ের ছাত্রদের জন্য উপযুক্ত। কিন্তু উভয় কিতাবে পাঠের ধারাবাহিকতা ও আলোচনার মাঝে বেশ অমিল রয়েছে। যার জন্য ছাত্রদের কাছে বিষয়টি একটু জটিল হয়ে যায়। পাশাপাশি কিতাব দুটি এক খণ্ডেই সীমাবদ্ধ। যার ফলে পর্যায়ক্রমে নাহুর কায়দাগুলো আলোচনা করা সম্ভব হয়নি। তাই এখনও বাংলা ভাষায় একটি পূর্ণ ব্যবহারিক নাহু সিরিজ সংকলন করা জরূরী, যেখানে নাহুর কায়দাগুলো পর্যায়ক্রমে প্রায়োগিক ও ব্যবহারিক রূপ সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং পর্যাপ্ত তামরীন থাকবে। ফলে ছাত্ররা খুব সহজেই নাহু আয়ত্বে নিয়ে আসতে পারবে এবং তা প্রয়োগ করতে পারবে। নিজের মাঝে শত অযোগ্যতা থাকা সত্ত্বেও এরূপ একটি যুগপোযোগী কিতাব সংকলনের লক্ষ্যেই এই কিতাবের অবতরণা। আল্লাহ তাআলা তাওফীক দান করলে ‘সহজ ব্যবহারিক নাহু’ শিরোনামের অধীনে তিনটি খণ্ড প্রকাশিত হবে। এখন পাঠকদের হাতে এর প্রথম খণ্ডটি তুলে দেয়া হলো।

কিতাবটির অনুশীলনী সাজানোর ক্ষেত্রে প্রথমে প্রশ্নমালা, তারপর একটু সহজ তামরীন, অতঃপর একটু জটিল তামরীন দেয়া হয়েছে। এবং সবশেষে কুরআন-হাদীস থেকে সংশ্লিষ্ট বিষয়ের কিছু উদ্ধৃতি প্রদান করা হয়েছে। যেন শুরু থেকেই নাহু শাস্ত্রটিকে প্রায়োগিক ও ব্যবহারিক শাস্ত্র হিসেবে পঠন ও পাঠনের পথ সুগম ও সহজ হয়।

Additional information

লেখক

কভার

পেপারব্যাক (আর্ট কার্ড)

পৃষ্ঠা সংখ্যা

১৪০

প্রকাশক

সাইজ

জার্নাল

Reviews

There are no reviews yet.

Be the first to review “সহজ ব্যবহারিক নাহু (১ম খণ্ড)”

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।