Description
বর্তমানে চিন্তাশীল আলিমগণ এ বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করেছেন। তাই তারা বিভিন্নভাবে এই শূণ্যতা দূর করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে বেশ কয়েকটি সৃজনশীল কিতাবও রচনা করেছেন। এক্ষেত্রে আমার শ্রদ্ধেয় উস্তায যাকারিয়া সিরাজী হাফি. এর লিখিত ‘ছফওয়াতুল মাসাদির ফী ছাওবিহাল জাদীদ’, আমার আরেক উস্তায নুরুল ইসলাম হাফি. এর ‘আত-তামরীন আলাছ ছরফ’ এবং মাওলানা আবু তাহের মিসবাহ হাফি. এর লিখিত ‘এসো ছরফ শিখি’ কিতাবগুলো উল্লেখযোগ্য। এছাড়াও আরো অনেক কিতাব রয়েছে এবং বিভিন্নজন বিভিন্নভাবে মীযান ও মুনশাইব কিতাবটি সহজ-সরলভাবে উপস্থাপন ও তামরীন সংযোগ করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমার শ্রদ্ধেয় উস্তায শাইখ আমীনুল ইসলাম হাফি. এর লিখিত তাইসিরুল মিযান এবং ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত আযীযুল মুবতাদী কিতাবদ্বয় উল্লেখযোগ্য।
কিন্তু আমি যতটুকু জানি, বাংলা ভাষায় এই পর্যন্ত কেউ ছরফ শাস্ত্রকে সিরিজ আকারে উপস্থাপন করেননি। সিরিজ আকারে পর্যায়ক্রমে কায়দাগুলো উপস্থাপন না করায় ছাত্রদের ছরফ শাস্ত্র আয়ত্বে নিয়ে আসা বেশ কঠিন হয়ে যায়। এ সকল দিক বিবেচনায় বাংলা ভাষায় একটি পূর্ণ ব্যবহারিক ছরফ সিরিজ সংকলন করা জরুরী, যেখানে ছরফের কায়দাগুলো পর্যায়ক্রমে প্রায়োগিক ও ব্যবহারিক রূপ সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং পর্যাপ্ত তামরীন থাকবে। ফলে ছাত্ররা খুব সহজেই ছরফ আয়ত্বে নিয়ে আসতে পারবে এবং তা প্রয়োগ করতে পারবে। নিজের মাঝে শত অযোগ্যতা থাকা সত্ত্বেও এরূপ একটি যুগপোযোগী কিতাব সংকলনের লক্ষ্যেই এই কিতাবের অবতারণা। আল্লাহ তাআলা তাওফীক দান করলে ‘সহজ ব্যবহারিক সরফ’ শিরোনামের অধীনে দুটি খণ্ড প্রকাশিত হবে। এখন পাঠকদের হাতে এর প্রথম খণ্ডটি তুলে দেয়া হলো।
কিতাবটির অনুশীলনী সাজানোর ক্ষেত্রে প্রথমে প্রশ্নমালা, তারপর একটু সহজ তামরীন, অতঃপর একটু জটিল তামরীন দেয়া হয়েছে। এবং কিতাবের শেষে স্বতন্ত্র একটি অধ্যায় সংযোজন করা হয়েছে, যেখানে বেশ কিছু কুরআনুল কারীমের আয়াত উপস্থাপন করা হয়েছে। যেন শুরু থেকেই ছরফ শাস্ত্রটিকে প্রায়োগিক ও ব্যবহারিক শাস্ত্র হিসেবে পঠন ও পাঠনের পথ সুগম ও সহজ হয়।
আরেকটি কথা না বললেই নয়, এই কিতাবটি থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার জন্য অবশ্যই এর পূর্বে ‘এসো আরবী শিখি’ কিতাবের প্রথম ও দ্বিতীয় খণ্ড ভালোভাবে আয়ত্ব থাকতে হবে। কেননা, এ পর্যায়ের ছাত্রদেরকে লক্ষ্য করেই অনুশীলনী সাজানো হয়েছে।
Reviews
There are no reviews yet.