শাইখ গুলাম মুস্তাফা যহীর আমানপুরি

শাইখ গুলাম মুস্তাফা যহীর আমানপুরি

শাইখুল হাদীস মাওলানা গুলাম মুস্‌তাফা যহীর আমানপুরি হাফিযাহুল্লাহ ১৯৭১ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন, যেই পরিবারে তার পূর্বে কোনো আলিম ছিল না।

শাইখ আমানপুরি – ‘জামিয়া উলুম আসারিয়া’-তে শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি বুলুগুল মারাম, সুনান আবি দাউদ, নাহু ও সরফ সম্পর্কিত বিভিন্ন বই পড়িয়েছেন। বর্তমানে তিনি ‘জামিয়া ইমাম বুখারি, সারগোদা’-তে সহীহুল বুখারি পড়ান। এর পাশাপাশি তিনি সেখানে তাখাসসুস ফিল হাদীসেরও দায়িত্বে আছেন, যেখানে তিনি ছাত্রদেরকে আকীদাহ ও উলুমুল হাদীস, হাদীসের তারীখ, তাদওয়ীন, তাখরীজ, তাহকীক এর প্রশিক্ষণ দিয়ে থাকেন।

শাইখ হাফিযাহুল্লাহর বয়স বর্তমানে ৫২ বছর আর বয়সের সমসংখ্যক অর্থাৎ ৫২টি বই-ই তার রয়েছে। আলহামদুলিল্লাহ।আল্লাহ তাআলা তার খিদমতসমূহ কবুল করুন। আরো বেশি ইলমী খিদমত করার তাওফীক দিন। তার খিদমত থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তাওফীক দিন। আমীন।

শাইখ গুলাম মুস্তাফা যহীর আমানপুরি - এর অন্যান্য বইসমূহ