তাওহীদুর রহমান সালাফী ভারতের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বেনারস থেকে 2023 শিক্ষাবর্ষে দাওয়াহ্ বিভাগ থেকে ফাযীলাত (B.A) করেছেন। বর্তমানে জামিয়া সিরাতুল মুস্তাকীম (মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ) – এ সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।
তাওহীদুর রহমান বিন মইনুল হক সালাফী - এর অন্যান্য বইসমূহ