আল-কুরআনের হক ও ফজিলত
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কুরআনুল কারীম বিশ্ব মানবতার জন্য এক অফুরন্ত নিয়ামাত হিসেবে নাজিল করেছেন। সালাত ও সালাম বর্ষিত হউক মানবতার মুক্তিরদূত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাআলার বড়োই মেহেরবানী যে, তিনি আমাদের উপর কুরআন অবতীর্ণ করেছেন। কুরআনে বলা হয়েছে, ٱلرَّحۡمَٰنُ ١ عَلَّمَ ٱلۡقُرۡءَانَ
‘বড়োই মেহেরবান তিনি (আল্লাহ) কুরআন শিক্ষা দিয়েছেন।’ [সূরা আর-রহমান:১-২]
কুরআন এমন একটি কিতাব যার মাধ্যমে আরবের সেই বর্বর জাতি
সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন দিয়েই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন।
তিনি বলেছেন, ‘বিশ্বমানবমণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার যুগ’[বুখারী: ২৬৫২]।
কুরআন মাজীদের বেশ কিছু হক রয়েছে যেগুলো আদায় করা আবশ্যক। এর অনেকগুলো হক এমন যে, কেউ যদি তা আদায় না করে কিয়ামাতের দিন নবী তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবেন। কুরআনে বলা হয়েছে,
وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا
‘আর রাসূল বলবেন (কিয়ামাতে),‘হে আমার রব, নিশ্চয় আমার জাতি এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে’ [সূরা আল-ফুরকান:৩০]।
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review