-
-30%
বান্দার প্রতি আল্লাহর ১০ নসীহত
0কুরআনুল কারীম-এ সূরা আনআমের ১৫১, ১৫২ ও ১৫৩ পরপর এ তিনটি আয়াতে আল্লাহ তাআলা নিজ বান্দাদের জন্য দশটি আদেশ তুলে ধরেছেন। ১৫১ নং আয়াতে পাঁচটি বিষয় রয়েছে, ১৫২ নং আয়াতে চারটি বিষয় রয়েছে এবং ১৫৩ নং আয়াতে একটি বিষয় রয়েছে। আয়াত তিনটিতে দশটি বিষয়কে খুব সংক্ষেপে হলেও এমন পরিপূর্ণ অর্থবোধক ও সহজভাবে বর্ণনা করা হয়েছে যে, যেন সমুদ্রকে একটা ছোট্ট পানির পাত্রে বন্দি করে দেওয়া হয়েছে।