সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক রাসূল (ﷺ) এর উপর।
শারীরিক সুস্থতা, বাসস্থানের নিরাপত্তা ও পর্যাপ্ত উপাদেয় খাদ্যসামগ্রী জীবন চলার পথে শক্তি যোগায়। নবী (ﷺ) বলেন: “যে-ব্যক্তি বাসস্থানে নিরাপত্তা ও শারীরিক সুস্থতার সাথে সকালে উপনীত হলো এবং তার নিকট এক দিনের খাবার রয়েছে, যেন গোটা দুনিয়া তার হাতের মুঠোয় চলে এসেছে।” (সুনানুত তিরমিযি, হা.২৩৪৬। ইমাম তিরমিযি হাদীসটিকে হাসান সহীহ গারীব বলেছেন।)
উল্লিখিত তিনটির কোনো একটি হারিয়ে ফেললে মানুষের জীবন হয়ে যায় দুর্বিষহ, এমনকি কখনো কখনো-এর ফলে মানুষ মৃত্যুও কামনা করে থাকে। আর কোনো ব্যক্তি সেগুলো পুরোপুরি পেয়ে গেলে-তার দিন, মাস ও বছর পার হওয়ার অনুভূতিটুকুও জাগেনা।
বিগত বছরটি কেমন যেন গতকাল শুরু হয়েছিল, আর বলতে না বলতেই তা শেষ হয়ে গেল। মনে হচ্ছে দিন ও মাসগুলো আমরা অতিক্রম করিনি। কিন্তু! …অসুস্থ, বন্দি, ক্ষুধার্ত, ভীত ব্যক্তিদের কথা কি কখনো ভেবে দেখেছেন? দুরাবস্থার কারণে তাদের নিকট এক একটি দিন যেন বছরতুল্য।