দাওয়াহ বইয়ের প্রতিটির উৎপাদন খরচ ৭ টাকা করে পড়ে এবং আমরা ৭ টাকা করেই আপনাদের দিয়ে থাকি অতএব এখানে দাম কমানোর কোনো সুযোগ নেই। আর আমরা এটা ব্যবসায়ের উদ্দেশ্যে নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি। আর এজন্যেই দাওয়াহ বইগুলোর PDF সবার জন্য উন্মুক্ত কেননা কেউ যদি কম খরচে ছাপাতে পারে সে যেনো কোনোরূপ পরিবর্তন না করে নিজে ছাপিয়ে দাওয়াতি কাজ করতে পারে ইনশাআল্লাহ।