Believers Vision Influencer Program-এ নিবন্ধন ও অংশগ্রহণ করার মাধ্যমে আপনি নিম্নোক্ত সকল শর্তাবলিতে সম্মত হচ্ছেন।

প্রোগ্রামের উদ্দেশ্য

এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো Believers Vision-এর ইসলামিক বইসমূহ দাওয়াহ ও বিশুদ্ধ ইলম প্রচারের নিয়তে উপস্থাপন করা এবং এর বিনিময়ে হালাল উপায়ে কমিশন প্রদান করা।

কমিশন নীতি

  • Influencer শুধুমাত্র সফল, সম্পন্ন ও নিশ্চিত বিক্রয়ের বিপরীতে কমিশনের জন্য যোগ্য হবেন।
  • কমিশনের হার Believers Vision কর্তৃক নির্ধারিত হবে এবং প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তনযোগ্য।
  • কোনো অর্ডার বাতিল, রিফান্ড, রিটার্ন বা ডেলিভারি ব্যর্থ হলে উক্ত অর্ডারের জন্য কোনো কমিশন প্রযোজ্য হবে না।
  • নির্ধারিত ন্যূনতম পেআউট সীমা ১০০ টাকা পূরণ হলে মাসে একবার পেমেন্ট প্রদান করা হবে।

প্রচার সংক্রান্ত নৈতিকতা ও আচরণ

Influencer-কে সর্বদা সৎ, স্বচ্ছ ও নৈতিক প্রচারনীতি অনুসরণ করতে হবে। নিম্নোক্ত বিষয়সমূহ সম্পূর্ণ নিষিদ্ধ:

  • বই সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত দাবি করা।
  • বই না পড়ে ভুয়া রিভিউ বা প্রশংসামূলক মন্তব্য প্রদান করা।
  • স্প্যাম, প্রতারণামূলক, জোরপূর্বক বা অনৈতিক মার্কেটিং পদ্ধতি ব্যবহার করা।

পরিবর্তন বা বন্ধ করার অধিকার

Believers Vision যেকোনো সময় পূর্ব নোটিস ছাড়াই এই নীতিমালা পরিবর্তন, সংশোধন, স্থগিত বা Influencer Program আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

চূড়ান্ত সিদ্ধান্ত

  • Influencer Program-সংক্রান্ত সকল সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা Believers Vision-এর নিকট সংরক্ষিত থাকবে।

Believers Vision Influencer Program-এ অংশগ্রহণের মাধ্যমে আপনি উপরোক্ত সকল শর্তাবলি সম্পূর্ণরূপে পড়েছেন, বুঝেছেন এবং সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে।

Believers Vision Influencer Program-এ অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি কিংবা এখানে ক্লিক করে ফর্মটি পূরণ করে জমা দিন।